Site icon Jamuna Television

মনোনয়নপত্র বাতিল: ইসিতে তিনদিনে আপিল করেছেন ৪২৮ জন

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে গত তিনদিনে আপিল করেছেন ৪২৮জন প্রার্থী। আজ বুধবার দুপুর পর্যন্ত জমা দিয়েছেন ১১০ জন। এর আগে সোমবার প্রথমদিন ৮৪ জন এবং দ্বিতীয় দিন মঙ্গলবার ২৩৪ জন প্রার্থী আপিল করেছেন। আজ বিকাল ৫ টায় শেষ হয়েছে আপিল গ্রহণ।

বৃহস্পতিবার থেকে আপিলের শুনানি করবে কমিশন। শনিবার এই শুনানি শেষ হবে। প্রথম দিন ১ থেকে ১৬০ নম্বর আপিল আবেদনের শুনানি হবে। দ্বিতীয় দিনে ১৬১ থেকে ৩১০ নম্বর আবেদনের শুনানি হবে। আর শেষ দিন ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে।

Exit mobile version