Site icon Jamuna Television

কনকনে ঠান্ডা ও কুয়াশায় বিপর্যস্ত লালমনিরহাটের জনজীবন

লালমনিরহাট করেসপনডেন্ট:

লালমনিরহাটে কনকনে ঠান্ডা ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। দুদিন ধরে কুয়াশা ও ঠান্ডায় শ্রমজীবী এবং ছিন্নমুল মানুষরা পড়েছেন চরম বিপাকে উত্তরের সীমান্তবর্তী এই জেলাটি।

তিস্তা ও ধরলা নদীবেষ্টিত এ জেলায় নদীপাড়ের মানুষজন গরম কাপড়ের অভাবে ভুগছেন। হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহনগুলো।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার জানান, জেলায় এ পর্যস্ত ১৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও ৩২ লাখ টাকার কম্বল কিনে তা ৫ উপজেলায় বিতরণ করা হয়েছে। আরও শীতবস্ত্র চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, লালমনিরহাটে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

/এনকে

Exit mobile version