Site icon Jamuna Television

টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা ২৫ থেকে ছিটকে গেলেন কোহলি

দীর্ঘ এক যুগ পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা ২৫ থেকে ছিটকে গেলেন ভিরাট কোহলি। আইসিসির দেয়া সবশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে ২৭ নম্বরে অবস্থান করছেন ভারতীয় ক্রিকেটের এই পোস্টারবয়।

অস্ট্রেলিয়া সিরিজটা দুঃসময়ের মতো কাটিয়েছেন কোহলি। একটা সেঞ্চুরি করেছেন। বাকি ইনিংসগুলোতে মোটা দাগে ব্যর্থ। সেই ছাপই পড়েছে র‍্যাঙ্কিংয়ে।

১২ বছর পর এবারই প্রথম ২৫ এর বাইরে কোহলি। সবশেষ ২০১২ সালের ডিসেম্বরে কোহলির অবস্থান ছিল ৩৬ নম্বরে।

সবশেষ হালনাগাদে বাংলাদেশের সেরা ব্যাটার মুশফিকুর রহিমের অবস্থান ৩২ নম্বরে। তিন ধাপ পেছনে রয়েছেন লিটন দাস। এই দুজন বাদে সেরা পঞ্চাশে নেই আর কোনো বাংলাদেশি ব্যাটার।

বোলিংয়ে সেরা বিশে আছেন তাইজুল ইসলাম। টেস্ট অলরাউন্ড র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৩ নম্বরে মেহেদী হাসান মিরাজ এবং পাঁচ নম্বরে আছেন সাকিব আল হাসান।

/এমএইচ

Exit mobile version