Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে মাহি বি চৌধুরীর কর্মীসভায় সংঘর্ষ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মহাজোট প্রার্থী মাহি বি চৌধুরীর কর্মীসভায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিকে মাথায় ছুরিকাঘাত করা হয়। পুরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের মহাজোট প্রার্থী মাহি বি চৌধুরী। সভা শুরু হওয়ার কিছুক্ষণ পর উপজেলা আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল আসে। তারা মঞ্চে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা লাল কামালের উপর হামলা চালায়। প্রতিবাদে পাল্টা হামলা চালায় কামালের অনুসারীরা। এসময় কামাল আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Exit mobile version