Site icon Jamuna Television

লিভারপুল কিনছেন ইলন মাস্ক?

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের পর এবার ক্রীড়াঙ্গনেও আগ্রহ প্রকাশ করেছেন ইলন মাস্ক। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কিনতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

টাইমস রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির বাবা এরল মাস্ক জানিয়েছেন, ইলন লিভারপুল কিনতে আগ্রহী। তবে ইংলিশ এ ক্লাবটি কেনার সম্ভাবনা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এড়িয়ে যাওয়ার ভান ধরে অস্পষ্টভাবে বলেন, আমি এ বিষয়ে মন্তব্য করতে পারি না। এতে দাম বেড়ে যাবে।

এরল মাস্ক জানিয়েছেন, ইংল্যান্ডের লিভারপুল শহরের সঙ্গে পারিবারিক যোগসূত্র রয়েছে মাস্ক পরিবারের। সে জন্যই তার সন্তান ক্লাবটি কিনতে আগ্রহী।

২০১০ সালে লিভারপুল কিনে নেয় যুক্তরাষ্ট্রের ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। যদিও ফেনওয়ের মুখপাত্রের দাবি ইলন মাস্কের লিভারপুল কেনার বিষয়টা শুধুই গুঞ্জন, এই গুঞ্জনের সত্যতা নেই।

ফেনওয়ের অধীন নিজেদের সুদিন ফিরিয়ে এনেছে লিভারপুল। ৩০ বছর অপেক্ষার পর ২০১৯-২০ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগ জেতে ক্লাবটি। ২০১৮-১৯ মৌসুমে জিতেছে চ্যাম্পিয়নস লিগ। এবারও লিগ জেতার দৌড়ে অলরেডরা। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এবার ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে এখন পর্যন্ত শীর্ষে লিভারপুল।

/এমএইচ

Exit mobile version