Site icon Jamuna Television

মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে থেকে বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। এদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি রয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১টায় রাজ্যের শাহ আলম এলাকার সেকশন ১২ এর শ্রমিকদের আবাসনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে ৪শ’ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন অনুযায়ী ১৩৫ জন পুরুষ ও ১৯ জন নারীকে আটক করা হয়। আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ৬৪ জন, ইন্দোনেশিয়ান ৫৬ জন, মিয়ানমারের ২৭ জন, নেপালের ৫ জন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন।

সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে জানান– অভিযানে দেখা গেছে, নির্মাণস্থলের বেশ কয়েকটি তলা বিদেশি শ্রমিকদের আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বেশ অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল সেখানে।

/এএম

Exit mobile version