Site icon Jamuna Television

‘বিডিআর হত্যাকাণ্ডের বিচারের নামে টালবাহানা করলে কঠোর কর্মসূচি’

বিডিআর হত্যাকাণ্ডে বিচারের নামে টালবাহানা করা হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে এ বক্তব্য দেন তিনি।

এদিকে, এদিন দুপুর একটায় শাহবাগ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা। বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে বলে মন্তব্য করেছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবার। সব কারাবন্দি সদস্যদের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি তাদের।

এদিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে বলা হয়, কেরানীগঞ্জ কোর্ট বসার কথা থাকলেও পরে সিদ্ধান্ত জানানো হয় আলিয়া মাদ্রাসায় বসবে আদালত। সেখানে আগের রাতেই এজলাসে আগুন দেয়ার ঘটনায় সন্দেহ প্রকাশ করেন আন্দোলনরতরা। পুরো বিষয়টিকে ষড়ষন্ত্র বলে অভিযোগ তাদের।

বিডিআর হত্যাকান্ড পরিকল্পিত উল্লেখ করে তারা বলেন, দেশ বিরোধী একটি চক্রান্তের শিকার হয়েছে বিডিআর সদস্যরা। কারাবন্দিদের মুক্তিসহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

/এমএইচ

Exit mobile version