Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় বইছে মৌসুমের তৃতীয় শৈত্যপ্রবাহ, আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গায় আবারও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তৃতীয় শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি। গত ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রির বেশি।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকালে তীব্র শীত উপেক্ষা করে বাইরে বেরিয়েছেন দিনমজুর ও শ্রমিকরা। তবে এই কনকনে ঠান্ডার কারণে কাঙ্ক্ষিত কাজ পাচ্ছেন না তারা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যানবাহন চললেও ছিল না তেমন যাত্রীর চাপ। তবে রাতে ঘন কুয়াশা থাকলেও সকালে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলেছে। কিন্তু হিম বাতাসের কারণে রোদের প্রখরতা অনুভূত হচ্ছে না। এছাড়া শীতার্ত, অসহায় ছিন্নমুল মানুষের মাঝে সরকারি-বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যাবেক্ষণাগারের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রকিবুল ইসলাম জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনগুলোতে জেলায় তাপমাত্রার পারদ আরও কমবে বলে জানান তিনি।

/এনকে

Exit mobile version