Site icon Jamuna Television

কোটা এক হাজার নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান হজ এজেন্সির

২০২৫ সালে হজযাত্রী প্রেরণের ক্ষেত্রে এজেন্সিগুলোর কোটা ১ হাজার থেকে কমিয়ে ৫শ’ জন করার দাবি জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। কোটার সংখ্যা কমিয়ে না আনলে সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা সম্ভব হবে না বলেও জানান তারা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি তোলেন।

তারা জানান, সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি এজেন্সি ৫০০ জন হজযাত্রী সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিলো। তবে হঠাৎ করেই সরকার যাত্রী সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে সর্বনিম্ন ১০০০ এ নির্ধারণ করে।

তারা বলেন, এমন সিদ্ধান্ত থেকে সরে না এলে এজেন্সিগুলো বড় ধরনের সমস্যায় পড়বে। এক্ষেত্রে, সবচেয়ে বেশি ক্ষতির মুখে হজযাত্রীরা পড়বে বলে হাবের নেতারা মনে করেন।

এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়, সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় থেকে বাংলাদেশি হজ এজেন্সির জন্য হজযাত্রীর ন্যূনতম কোটা ১০০০-এ নির্ধারণ করা হয়েছে।

/এমএইচ

Exit mobile version