Site icon Jamuna Television

ভোলায় কোস্ট গার্ড-পুলিশের অভিযানে আ‌গ্নেয়াস্ত্রসহ আটক ১

ভোলা করেসপনডেন্ট:

ভোলায় আ‌গ্নেয়াস্ত্র, গু‌লি ও হাত‌বোমাসহ তোফা‌য়েল ফরাজি (৫০) না‌মে একজন‌কে আটক করা হয়েছে। এসময় তার কাছ থে‌কে দুটি আ‌গ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গু‌লি, ৪টি হাত‌বোমা ও এক‌টি পাস‌পোর্ট উদ্ধার করে কোস্টগার্ড ও পু‌লিশ।

আজ বৃহস্প‌তিবার (৯ জানুয়ারি) ভো‌রের দি‌কে ভোলার ই‌লিশা বাসস্ট্যান্ড সংলগ্ন মাস্টার ক‌লোনি থে‌কে তা‌কে আটক করা হয়।

আটক তোফা‌য়েল ফরা‌জি ভোলা সদর উপ‌জেলার রাজাপুর ইউ‌নিয়‌নের শ্যামপুর গ্রা‌মের সৈয়দ আ‌হ‌মে‌দের ছে‌লে।

কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের স্টাফ অ‌ফিসার অপা‌রেশন লে. কমান্ডার মিনহাজুর রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।

তিনি জানান, ভো‌রে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে কোস্টগার্ড ও পু‌লি‌শের যৌথ অ‌ভিযা‌ন চা‌লি‌য়ে আ‌গ্নেয়াস্ত্র, গু‌লি, হাত‌বোমা ও পাস‌পোর্টসহ তা‌কে আটক করা হয়। তার বিরু‌দ্ধে জ‌মি দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

তি‌নি আরও জানান, আটক তোফা‌য়েলের বিরু‌দ্ধে আইনি ব্যবস্থা নিতে ভোলা ম‌ডেল থানায় হস্তান্তর করা হ‌বে।

/এএম

Exit mobile version