Site icon Jamuna Television

সাতক্ষীরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক ১০

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে পাঁচজন নারী ও পাঁচজন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে জেলার সুলতানপুর বিওপির পোতাপাড়া নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, আশাশুনি উপজেলার রাধাপুর গ্রামের হালিমা বেগম (২৬), সদর উপজেলার বাকাল এলাকার মনিরা বিবি (২৬), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রুমা আক্তার (২৫), বরিশাল জেলার হিজলা থানার ময়না বেগম (২৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার শারমিন বেগম (৩০)। এদের সঙ্গে পাঁচজন শিশু রয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আশরাফুল হক জানান, আটককৃতরা ছয় মাস আগে কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যান। এরপর একপর্যায়ে ভারতে অবৈধদের ধরতে ধড়পাকড় শুরু হয়। সেজন্য তারা আবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

/আরএইচ

Exit mobile version