Site icon Jamuna Television

ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত: রিজভী

দুইটি পাসপোর্ট বাতিল হওয়ার পরও ভারত কীসের ভিত্তিতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা ভারতকে কী দিয়েছেন যে তারা তার প্রেমে বিগলিত?

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী ভারত শেখ হাসিনার প্রিয় দেশ ছিল। তিনি বলেছিলেন, আমি যা দিয়েছি ভারত চিরদিন তা মনে রাখবে।’ শেখ হাসিনা কী দিয়েছেন ভারতকে, যে ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত?

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আরও বলেন, শেখ হাসিনার দুটি পাসপোর্ট বাতিল হয়ে গেছে। তাহলে কোন পার্সপোর্টের ভিত্তিতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত। অন্তবর্তীকালীন সরকার বিচারের জন্য শেখ হাসিনাকে ভারতকে দেশে পাঠানোর আবেদন করলেও ভারত সরকার তাকে না পাঠিয়ে উল্টো ভিসার মেয়াদ বাড়িয়ে পুরস্কৃত করেছে।

রুহুল কবির রিজভী আরও বলেন, শেখ হাসিনা এদেশের মানুষকে নির্বিঘ্নে শান্তিতে থাকতে দেয়নি। তিনি জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে আজীবন এ দেশের সম্রাজ্ঞী মহারানি হয়ে থাকতে চেয়েছিলেন। আর এরজন্য তিনি তার মনের মত করে পুলিশ, র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীকে সাজিয়েছিলেন।

/এটিএম

Exit mobile version