Site icon Jamuna Television

শেখ হাসিনাকে ফেরাতে স্ট্যাটাস বিবেচ্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

শেখ হাসিনাকে ফেরাতে স্ট্যাটাস বিবেচ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বৃহস্পতিবার (৯ জানুয়ারি)) বিকেলে মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র জানান, শেখ হাসিনাকে ফেরাতে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেছে ভারত।

মুখপাত্র বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে। এখন তিনি কোন মর্যাদায় ভারতে আছেন তা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ ভারতের উত্তরের অপেক্ষায় থাকবে।

ভারতের মতো বাংলাদেশও ভারতের নাগরিকদের জন্য ভিসা সীমিত করবে কিনা জানতে চাইলে রফিকুল আলম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই বিবেচনায় রেখেছে বিষয়টি। মুঝপাত্র জানান, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের কাছে পাচারকৃত অর্থ ফেরাতে সহায়তা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি জানান, আগামী ২০-২৪ জানুয়ারি চীনে দ্বিপাক্ষিক সফরে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা। চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের বড় সুযোগ হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রফিকুল আলম বলেন, সাম্প্রতিক ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে, সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সর্তক রয়েছে কিন্তু কিছু ক্ষেত্রে মানবিক দিকটাও দেখতে হয়।

/এটিএম

Exit mobile version