Site icon Jamuna Television

জাজিরা থানার ভেতর ঝুলছিল ওসির মরদেহ

শরীয়তপুর করেসপনডেন্ট:

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ওসির শয়নকক্ষের জানালার সঙ্গে মরদেহ ঝুলে থাকতে দেখে ডিউটিরত পুলিশ সদস্যরা।

পরে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। এরপর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত ওসি আল-আমিনের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়। তার পরিবার জানায়, গত দুই বছর যাবত তিনি ডিপ্রেশনে ভুগছেন।

পুলিশ জানায়, গত বছরের ১৪ সেপ্টেম্বর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন আল-আমিন। প্রায় চার মাস ধরে এই থানায় দায়িত্বে ছিলেন তিনি। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/আরএইচ

Exit mobile version