Site icon Jamuna Television

গোপালগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপনডেন্ট, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রথখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেল চালক তুহিন শেখ (৩০) ও আরোহী মুকুল শেখ (২৫)। এদের মধ্যে তুহিন রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের লিয়াকত শেখের ছেলে ও মুকুল একই গ্রামের নুরু শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের রথখোলা নামক স্থানে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

/আরএইচ

Exit mobile version