Site icon Jamuna Television

নারী উদ্যোক্তাদের জন্য ৩ দিনব্যাপী ‘শীত উৎসব’

নারী উদ্যোক্তাদের জন্য ৩ দিনব্যাপী শীত উৎসবের আয়োজন করেছে হুর নুসরাত ও হামানদিস্তা। রাজধানীর ধানমন্ডির মাইডাস কনভেনশন সেন্টারে আয়োজিত এই উৎসব ৯-১১ জানুয়ারি পর্যন্ত চলবে।

উৎসবের আয়োজকরা জানান, প্রায় ৬০ জন অনলাইন নারী উদ্যোক্তা নিয়ে এবারের আয়োজন। উৎসবে নারীদের দেশি-বিদেশি শাড়ী, থ্রি পিস, টু পিস, শাল, শীতের কাপড়, জুয়েলারি, কসমেটকিস, পারফিউম, ব‍্যাগ, হারবাল বিউটি প্রোডাক্ট, ইম্পোর্টেড বিউটি প্রোডাক্টসহ ঘরে তৈরি খাবার নিয়ে ৬০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।

সবার জন্য উম্মুক্ত জানিয়ে আয়োজক সংস্থা আরও জানায়, উল্লিখিত তারিখে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই উৎসব।

/এটিএম

Exit mobile version