Site icon Jamuna Television

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে খুলনার ওয়ার্ড কাউন্সিলরের গুলিবিদ্ধ মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার:

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯ টার দিকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াস খান। উদ্ধারকৃত ব্যক্তির নাম গোলাম রাব্বানী। তিনি খুলনার দৌলতপুর উপজেলার দেয়ানা উত্তর পাড়ার গোলাম আকবরের পুত্র।

মুহাম্মদ ইলিয়াস খান জানান, রাত নয়টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় হত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

ওসি জানান, গুলিবিদ্ধ ব্যক্তিকে হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। তবে, তিনি খুলনার দৌলতপুরের স্থানীয় একটি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। এছাড়াও গেলো ৫ আগষ্টের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় থানা সূত্রে জানা গেছে। কে বা কারা তাকে হত্যা করেছে তাদের ধরতে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

/এআই

Exit mobile version