Site icon Jamuna Television

ঈশ্বরদী থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আবাসিক ভবন গ্রীণসিটি থেকে ইভান কাইটমাজোভ (৪০) নামের এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল গ্রীণসিটির ১৪ নাম্বার ভবনের নবম তলার ৯৫ নং ফ্ল্যাটের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রুশ নাগরিক ইভান কাইটমাজোভ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের স্কেম কোম্পানিতে ইলেকট্রিক সার্কিট ইনস্টলর পদে কর্মরত ছিল।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নিহত রুশ নাগরিকের মরদেহ ওয়াশরুমে পাওয়া যায়। গ্রীনসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি তদন্ত করা হচ্ছে। মহদেহ ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এআই

Exit mobile version