Site icon Jamuna Television

পরিবারের সদস্যদের কাছে পেয়ে হাসি-খুশি খালেদা জিয়া

হেফাজুল করিম রকিব, লন্ডন:

দীর্ঘ ৭ বছর পর চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে, গত বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় খালেদা জিয়াকে যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডি’র অধীনে ভর্তি হয়েছেন।

ভর্তির পর প্রথম দিন ডাক্তাররা তাকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দেন। খালেদা জিয়ার স্বাস্থ্য সর্ম্পকে জানতে চাইলে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। অনেকদিন পর পরিবারের কাছের সদস্যদের কাছে থাকার সুযোগ হয়েছে তার । বর্তমানে তিনি পরিবারের সদস্যদের কাছে পেয়ে অনেক হাসি-খুশি আছেন। সবার সঙ্গে খুনসুটি করছেন। পরিবারের সবাই রুটিন মাফিক আসা যাওয়া করছেন।

জাহিদ হোসেন আরও বলেন, লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলিত হবার সুযোগ হয়েছে খালেদা জিয়ার। দীর্ঘ সময় পর পরিবারের সব সদস্যকে কাছে পেয়ে বেশ উজ্জীবিত খালেদা জিয়া। মানষিকভাবে তিনি এখন যথেষ্ট চাঙ্গা।

তিনি আরও বলেন, ‘দেশের চিকিৎসা বিষয়ে গতকাল ডাক্তারদের ব্রিফ করা হয়েছে। যুক্তরাজ্যের চিকিৎসকরা আমাদের চিকিৎসা নিয়ে যথেষ্ট প্রশংসা করেছেন। এর বাহিরে কিছু চিকিৎসা আমাদের দেশে হয় না। সেগুলোর জন্যই মূলত খালেদা জিয়াকে লন্ডনে আনা। পরীক্ষা নিরীক্ষার পর প্রয়োজনীয় সব কাগজপত্র পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

/এআই

Exit mobile version