Site icon Jamuna Television

রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত ৪০

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা সরকার। এতে অন্তত ৪০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে বেশকিছু শিশু। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্থানীয় একজন উদ্ধারকর্মী ও একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানায়।

আরাকান আর্মির মুখপাত্র খাইং থু খা বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীর হামলায় ৪০ বেসামরিক নাগরিক নিহত ও ২০ জন আহত হয়েছেন।

রাখাইনের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আরাকান আর্মির সঙ্গে জান্তা হিসেবে পরিচিত দেশটির সামরিক বাহিনীর লড়াই চলে আসছে। গত বছর রাখাইনের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। এর মধ্য দিয়ে রাখাইনের রাজধানী সিত্তেকে কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে তারা।

উল্লেখ্য, মিয়ানমারে ২০২১ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানে দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন ঘটে। এরপর থেকে দেশজুড়ে জান্তাবিরোধী ব্যাপক সশস্ত্র বিদ্রোহের শুরু হয়।

/এমএইচআর

Exit mobile version