Site icon Jamuna Television

৭৫ দেশের ২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। এ বছর উৎসবে দেখানো হবে ৭৫ দেশের ২২০টি সিনেমা। থাকছে জুলাই অভ্যুত্থান নিয়ে স্বল্পদৈর্ঘ্য সিনেমাও।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। উৎসব শেষ হবে ১৯ জানুয়ারি।

উৎসবে ৭৫ দেশের পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনসহ বেশ কয়েকটি মিলনায়তনে। দর্শকেরা বিনামূল্যে দেশি-বিদেশি সিনেমা উপভোগ করতে পারবেন।

উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেনস ফিল্ম সেকশনে চলচ্চিত্রগুলো দেখানো হবে।

উদ্বোধনী আয়োজনে সংগীত পরিবেশন করবে জলের গান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে নির্মাতা চিউ ঝ্যাংয়ের ছবি ‘মুন ম্যান’। এ বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবটি আয়োজন করছে রেইনবো চলচ্চিত্র সংসদ। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে থাকছে কয়েকটি বিশেষ প্রদর্শনী।

/এএম

Exit mobile version