Site icon Jamuna Television

পঞ্চগড়ে কনকনে ঠান্ডার দাপট বেড়েছে, ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা

পঞ্চগড় করেসপনডেন্ট:

গত কয়েকদিন থেকে মৃদু শৈত্যপ্রবাহের পর এবার মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। উত্তরের হিমেল হাওয়া বেড়ে যাওয়ার কারণে নেমেছে তাপমাত্রার পারদ, বেড়েছে শীতের দাপট। আর হার কাপানো শীতে ভোগান্তিতে পড়েছে জেলার নিম্ন আয়ের মানুষরা। 

আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। একই সময়ে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় ৮-৯ কিলোমিটার 

এদিকে হঠাৎ করে গতকাল সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল হাওয়ার প্রভাব বাড়তে শুরু করেছে। তাপমাত্রার পারত হ্রাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। কনকনে শীতের কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে সকালে। তবে এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা। শীতের কারণে তারা তেমন কাজকর্ম করতে পারছেন না। 

অন্যদিকে , শীতের তীব্রতা বাড়ায় হাসপাতাল গুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ শুক্রবার সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ জেলার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। 

/এমএইচ

Exit mobile version