Site icon Jamuna Television

লন্ডন যাওয়া হলো না নিপুণের

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণ আক্তারকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০১ ফ্লাইটে তার যুক্তরাজ্যে রওনা হওয়ার কথা ছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল সোয়া ১০টার ফ্লাইটে অভিনেত্রী নিপুণের লন্ডনে যাওয়ার কথা ছিল। গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে তাকে বোর্ড করতে দেয়া হয়নি।

বলা হয়, তাকে আটক করা হয়নি, আপত্তির কথা জানানো হয়েছে। এরপর তিনি তার মতো ফিরে গেছেন।

/এটিএম

Exit mobile version