Site icon Jamuna Television

গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো

ফাইল ছবি।

ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও একটি গবেষণা প্রতিষ্ঠানের ভাষ্যমতে, গত বছরের জুন পর্যন্তই গাজায় প্রাণহানি ৬৪ হাজারের বেশি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত হন। আহত হন ১০৪ জন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৬ ফিলিস্তিনি। আহত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৭৮ জন।

অন্যদিকে গত ১৫ মাস ধরে চলা আগ্রাসনে প্রাণহানির প্রকৃত সংখ্যা আরও বেশি বলছে ল্যানসেট জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্র। গবেষণাটি করেছেন লন্ডন স্কুল অব হাইজিন, ইয়েল বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

তাদের তথ্যমতে, প্রকৃত প্রাণহানি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের তুলনায় ৪১ শতাংশ বেশী। বলা হচ্ছে, গত বছর জুন পর্যন্তই গাজায় প্রাণহানি ৬৪ হাজারের বেশী। তবে, ক্রমাগত হামলায় তার সঠিক হিসাব রাখা সম্ভব হয়নি। নিহতদের ৬৯ দশমিক ১ শতাংশই নারী ও শিশু।

/এমএইচ

Exit mobile version