Site icon Jamuna Television

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত ঘোষণাপত্র তৈরির দাবি

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণার জন্য সরকারের পক্ষ থেকে এখনেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে দ্রুত ঘোষণাপত্র তৈরির দাবি তোলেন।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে শাহবাগ এলাকায় জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি শেষে তিনি এসব কথা জানান।

আখতার বলেন, জুলাই ঘোষণাপত্রের পক্ষে বিপুল সমর্থন দিয়েছে সাধারণ জনগণ। যেখানেই যাচ্ছি সেখানেই জনগণ এর পক্ষে তাদের অবস্থান জানাচ্ছে বলে দাবি করেন তিনি।

নাগরিক কমিটির এ আহ্বায়ক আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে যে সাম্য, স্বাধীনতা তার কিছুই ৭২ এর সংবিধানে প্রতিফলিত হয়নি। এই সংবিধানের মাধ্যমে স্বৈরাচারি ব্যবস্থা কায়েম হয়েছিলো বলে দাবি করেন তিনি।

/এমএইচ

Exit mobile version