Site icon Jamuna Television

লস অ্যাঞ্জেলসে দাবানলে পুড়লো ফুটবলারদের বাড়ি

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস এ সৃষ্ট দাবানলে মেক্সিকান ফুটবলার ‘বয় ওয়ান্ডার’ খেতাব পাওয়া কার্লোস ভেলার বাড়িসহ আরও অনেকের বাড়ি পুড়ে গেছে। ঘরবাড়ি পুড়ে যাওয়ার খবর, সামাজিক যোগাযোগমাধ্যমে জানান ভেলা’র স্ত্রী।

ইংলিশ ও স্প্যানিশ ফুটবলের পাঠ চুকিয়ে তিনি নাম লেখান মেজর লিগ সকারে। ২০২২ সালে লস এঞ্জেলেস এফসি’কে মেজর লিগ সকার (এমএলএস) কাপ জেতাতে ভূমিকা রাখেন ভেলা। ক্লাবের প্রতি ভালোবাসা থেকে সেখানে গড়ে তোলেন বসতি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল উইমেন্স লিগের দল অ্যাঞ্জেল সিটির ডিফেন্ডার আলি রাইলির বাড়িঘরও পুড়ে গেছে আগুনে। চেলসি ও বায়ার্ন মিউনিখে খেলা নিউজিল্যান্ড জাতীয় দলের এই অধিনায়ক সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই খবর। ভয়াবহ এই দাবানলে আশঙ্কা করা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির।

উল্লেখ্য, গত মঙ্গলবার স্থানীয় সময় সকালে আগুনের সূত্রপাত হয়। শুষ্ক আবহাওয়া ও বাতাসের তীব্রতায় দ্রুত ছড়িয়ে পড়ে।

Exit mobile version