গোপালগঞ্জে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ২৫

|

সিনিয়র করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অত্যন্ত আহত হয়েছে ২৫ জন।

শুক্রবার (১০ জানুয়ারি) মুকসুদপুরে চৌরঙ্গী মোড়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা।

পুলিশ জানায়, বেশ কয়েকদিন ধরে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছে। সন্ধ্যায়, চৌরঙ্গী মোড়ে মেসবাহের এক সমর্থক ক্যালেন্ডার বিতরণ করতে গেলে তাকে মারধর করে সেলিমের কয়েক কর্মী-সমর্থকরা।

পরে, দু’পক্ষের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে সংঘর্ষে জড়ায়। এখনও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply