Site icon Jamuna Television

ঢাকার টানা ৬ হার, প্রথম জয় পেলো সিলেট

এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটলস পরাজয়ের বৃত্ত থেকে কোনোমতে বের হতে পারছে না। টানা ৬ ম্যাচ খেলেও এখনও জয়ের মুখ দেখতে পায়নি দলটি। তবে তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেলো সিলেট স্ট্রাইকার্স। ঢাকা ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ১৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জাকির হাসান-আরিফুলদের ব্যাটে সহজ জয় পায় সিলেট।

আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ঢাকা। প্রথম ওভারেই ৬ রান করা ওপেনার তানজিদ তামিমকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন রাহকিম কর্নওয়াল। পরে ১২৯ রানের ঝড়ো ইনিংস খেলে ধাক্কা সামাল দেন লিটন দাস ও মুনিম শাহরিয়ার। জুটি ভাঙ্গে ৭৩ রানে লিটন ও ৫২ রানে মুনিম আউট হলে। ১০ বলে ২৩ রান করে রিস টপলির ফাঁদে পড়েন সাব্বির রহমান। শেষ দিকে অধিনায়ক থিসারা পেরেরার ১৮ রানে ১৯৩ রানের সংগ্রহ পায় ঢাকা।

জবাবে দলীয় ১৯ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট। ১৪ রান করে সাজঘরে যান অ্যারন জোনস। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করে আউট হন জাকির হাসান। রনি তালুকদার ৩০ আর ২৪ রানে ফেরেন জাকের আলী। শেষ দিকে অধিনায়ক আরিফুল হকের অপরাজিত ২৮ রানে ৮ বল আগেই জয়ের দেখা পায় সিলেট।

/এসআইএন

Exit mobile version