Site icon Jamuna Television

ইউরোপকে বিভক্ত করার চেষ্টায় লিপ্ত ট্রাম্প, অভিযোগ জার্মানির

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপকে বিভক্ত করার চেষ্টার অভিযোগ তুলেছেন জার্মানির ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক। খবর, আনাদোলু এজেন্সির।

হাবেক সতর্ক করে দিয়ে বলেছেন, ট্রাম্প আগের মেয়াদে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে ইউরোপীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করেছিলেন। তিনি সেই প্রচেষ্টার পুনরাবৃত্তি করবেন বলে আবারও ইঙ্গিত দিচ্ছেন তিনি।

 জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম ডয়েচল্যান্ডফাঙ্ককে দেয়া এক সাক্ষাৎকারে হ্যাবেক বলেন, ইউরোপকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে জার্মানি ইউরোপের ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিচ্ছে।

এদিকে, গ্রিনল্যান্ড ও কানাডা ‘অধিগ্রহণ’ নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। তিনি বলেন, বলপ্রয়োগ করে সীমান্ত নড়াচড়া করা যাবে না। এই নীতিই প্রযোজ্য এবং এটি আমাদের শান্তি শৃঙ্খলার একটি ভিত্তি।

প্রসঙ্গত, ট্রাম্প এর আগে ডেনমার্কের অন্তর্গত আর্কটিক অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ড বা পানামা খালের নিয়ন্ত্রণ পেতে সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প। ক্ষমতা গ্রহণের আগেই তার বিভিন্ন মন্তব্য ও পররাষ্ট্রনীতি নিয়ে পরিকল্পনায় চিন্তিত ইউরোপীয় শিবির।

/এমএইচআর

Exit mobile version