Site icon Jamuna Television

ভয়াবহ আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বিলাসবহুল প্রাসাদ

যুক্তরাষ্ট্রের লস অঞ্জেলেসে ভয়াবহ দাবানলের আগুনে পুড়ে ছাই হলিউড তারকা প্যারিস হিলটনের বিলাসবহুল প্রাসাদ। এছাড়াও ম্যান্ডি মুর, অ্যান্থনি হপকিন্স, ক্যারি এলওয়েসসহ অনেক তারকাদেরই বিলাসবহুল আবাসস্থল এখন শুধুই স্মৃতি। দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সব।

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, মালিবুতে অবস্থিত প্যারিস হিলটনের বাড়িটি পুরোপুরি ভূস্মীভূত হয়ে গেছে। টেলিভিশনে সরাসরি নিজের বাড়ি পুড়তে দেখেছেন তিনি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই পোড়া বাড়ির ভিডিও ফুটেজও প্রকাশ করেছেন জনপ্রিয় এই টিভি ব্যক্তিত্ব। ভিডিওর ক্যাপশনে প্যারিস হিলটন জানান, বাড়ির সাথে সাথে পুড়ে গেছে মূল্যবান অনেক স্মৃতি। লস অ্যাঞ্জেলেসের দাবানলে আরও বেশ কয়েকজন তারকার বাড়ি পুড়ে গেছে।

এছাড়াও অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডি এবং অস্কারের প্রাক্তন সঞ্চালক বিলি ক্রিস্টাল আগুনে তাদের বাড়ি হারিয়েছেন।

দাবানলের ঝুঁকি এড়াতে প্যাসিফিক প্যালিসেডসের বাড়ি ছেড়ে সাবেক স্ত্রী অভিনেত্রী জেনিফার গার্নারের বাসায় উঠেছেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক। তবে দাবানলে বেনের বাড়িটি অক্ষত আছেন। গার্নারের বাড়িতে আশ্রয় নেওয়ার পর নিজের বাড়িটি এই তারকা একবার দেখেও এসেছেন। বাড়িটি বেন ছয় মাস আগে কিনেছেন ২ কোটি ডলার খরচ করে।

/এমএইচ

Exit mobile version