Site icon Jamuna Television

গাজীপুর কারাগারে বন্দি শ্রমিক লীগ নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর: 

গাজীপুর জেলা কারাগারে শেখ জহিরুল ইসলাম নামের এক বন্দির মৃত্যু হয়েছে। তিনি শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান, কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের।

জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের জানান, জহিরুল ইসলাম ডায়াবেটিস এবং হৃদরোগে ভুগছিলেন। কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মেডিকেল কলেজে পাঠানো হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শেখ ফরহাদ বলেন, জহিরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মৃত শেখ জহিরুল ইসলাম উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মজিবর রহমানের ছেলে। গত ৫ ডিসেম্বর শ্রীপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার হয়ে গাজীপুর কারাগারে বন্দি ছিলেন।

/এটিএম

Exit mobile version