Site icon Jamuna Television

‘ইরানের জেলে সুইজারল্যান্ডের নাগরিকের আত্মহত্যা’

ইরানের জেলে সুইজারল্যান্ডের এক নাগরিক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গুপ্তচরবৃত্তির দায়ে তেহরান থেকে ১শ’ ৮০ কিলোমিটার দূরে তাকে আটক করা হয়েছিল। তিনি জেলে আত্মহত্যা করেন বলে দেশটির সেমনান প্রদেশের প্রধান বিচারপতি জানিয়েছেন। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের জেল থেকে ইতালির এক নাগরিক ছাড়া পাওয়ার একদিন পরেই এই ঘটনা ঘটলো বলে জানা যায়।

সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় (এফডিএফএ) ই-মেইলের মাধ্যমে এই মৃত্যুর কথা স্বীকার করেছে। তাদের মুখপাত্র জানিয়েছেন, তেহরানের সুইস দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তাদের ঘটনার বিস্তারিত বিবরণ দিতে বলা হয়েছে।

সেমনানের প্রধান বিচারপতি মোহাম্মদ সাদেগ আকবরি জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) সকালে কারাগারে সুইস নাগরিক আত্মহত্যা করেন। তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে নিরাপত্তা বাহিনী আটক করেছিল। মামলার তদন্ত চলছিল। তার দাবি, সুইস নাগরিককে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতে লাভ হয়নি।

/এআই

Exit mobile version