Site icon Jamuna Television

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সা. সম্পাদক ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান হিসেবে মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে দলটির প্রথম জাতীয় কাউন্সিলে এই ঘোষণা দেয়া হয়।

এর আগে গত শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে দলটির নতুন চেয়ারম্যান পদে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। কাউন্সিলররা উপস্থিত হয়ে ও অনলাইনের মাধ্যমে ভোট দেন।

এবি পার্টির চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এবং যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) দিদারুল আলম।

/আরএইচ

Exit mobile version