Site icon Jamuna Television

ঐক্য ভাঙার চেষ্টা সফল হবে না: মির্জা ফখরুল

ফাইল ছবি।

জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে। তবে তাদের এই চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১১ জানুয়ারি) আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রথম কাউন্সিলে বিশেষ অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতিও ভঙ্গুর। এমন অবস্থায় অনেকে নির্বাচন ও সংস্কার নিয়ে ভুল ব্যাখ্যা দাড় করাচ্ছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। কারণ নির্বাচন হলে জনগণ আরও শক্তিশালী হবে। এ সময় হঠকারীতা না করে, নতুন বাংলাদেশ গড়তে ধৈর্য্য ধরার আহ্বানও জানান।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয়। যারা একশ পণ্যের ওপর ভ্যাট বাড়াতে পারে, তারা মানুষের কথা বোঝেনা। এই সরকার থিউরি দিয়ে চলছে। এমনটা চলতে থাকলে মানুষ সংস্কারের ওপর আস্থা হারাবে।

/আরএইচ

Exit mobile version