Site icon Jamuna Television

ক্যালিফোর্নিয়ায় দাবানলের ভয়াবহতা কমেনি, নতুন দিকে ছড়াচ্ছে আগুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এখনও কমেনি দাবানলের ভয়াবহতা। এখন দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলসের উত্তর-পূর্বে নতুন এলাকার দিকে ছড়াচ্ছে আগুন।

এমন অবস্থায় ম্যান্ডেভিলের দিকে অগ্রসর হওয়ায় সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে আশপাশের এলাকার বাসিন্দাদের। ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও ১ লাখ ৬৬ হাজার মানুষকে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। আকাশ থেকে ছিটানো হচ্ছে পানি ও অগ্নি নির্বাপক রাসায়নিক।

তবে শনিবার থেকে আবার বাড়তে শুরু করেছে বাতাসের তীব্রতা। বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

সবচেয়ে বড় দাবানলের কবলে থাকা প্যালিসেডে পুড়েছে আরও ১ হাজার একর এলাকা। ক্যালিফোর্নিয়া প্রশাসনকে সহায়তায় প্রতিবেশী ৭ রাজ্য, কানাডা ও মেক্সিকো থেকে পাঠানো হয়েছে বিশেষ টিম।

/এমএইচ

Exit mobile version