Site icon Jamuna Television

হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, যতদিন চান ভারতে থাকতে দেয়া উচিত: কংগ্রেস নেতা

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য অনেক কিছু করেছেন। তাই শেখ হাসিনার যতদিন ইচ্ছা ভারতে থাকতে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন সাবেক কূটনীতিক, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার। রোববার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) রাতে মণি শংকর আইয়ার বলেছেন, গত মাসে (ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন, যা খুবই ইতিবাচক।

কলকাতায় ১৬তম আপিজয় সাহিত্য উৎসবে পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে মণি শংকর আইয়ার বলেন, এই আলোচনা অব্যাহত রাখা দরকার এবং ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবির বিষয়ে আইয়ার বলেন, ‘আমি বিশ্বাস করি, শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি খুশি যে তাকে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে। যত দিন তিনি থাকতে চান, এমনকি তা সারা জীবন হলেও, আমাদের তাকে অতিথি হিসেবে রাখা উচিত।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট, ছাত্র-জনতার বিশাল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান ৭৭ বছর বয়সী শেখ হাসিনা।

/এআই

Exit mobile version