Site icon Jamuna Television

চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন

চমক রেখেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুমিতভাবেই দলে নেই সাকিব আল হাসান ও লিটন দাস। আইসিসি ইভেন্টে অভিষেক হতে যাচ্ছে নাহিদ রানা ও পারভেজ ইমনের। দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৫ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এসময় উপস্থিত ছিলেন বাকি দুই নির্বাচক আবদুর রাজ্জাক ও হান্নান সরকার।

ব্যাটার হিসেবে সৌম্য সরকারের সাথে আছে তানজিদ তামিম, তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। অলরাউন্ডার তালিকায় মেহেদী হাসান মিরাজের সাথে মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন দলে। পেস অ্যাটাকে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সাথে তানজিম সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে টাইগারদের প্রতিনিধিত্ব করতে স্পিনার নাসুম আহমেদও রয়েছেন দলে।

সাকিব আল হাসান বোলিংয়ে এখনও নিষিদ্ধই আছেন। দুই দফায় বোলিং পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি তিনি। শুধু ব্যাটার হিসেবে তাকে বিবেচনা করেনি বোর্ড।

দলে নেই আরেক তারকা পেসার হাসান মাহমুদ। ব্যাটারদের মধ্যে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। লিটনের মতো তিনিও সুযোগ কাজে লাগাতে পারেননি। আর সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকায় সুযোগ মিলেছে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকের। বিপিএলে দারুণ খেললেও নুরুল হাসান সোহানের জায়গা হয়নি দলে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন,তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইতে। রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ড ও পাকিস্তানের সাথে ম্যাচ দুটি তারা খেলবে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি।

উল্লেখ্য,চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি বাংলাদেশের ষষ্ঠবারের মতো অংশগ্রহণ। ২০১৭ সালের সবশেষ আসরে সেমিফাইনালে ওঠে টাইগাররা।

/এমএইচআর

Exit mobile version