ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স অফিসারের মৃত্যু

|

উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলার পর একজন অ্যাম্বুলেন্স অফিসার আহত অবস্থায় মারা গেছেন। রোববার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহত অ্যাম্বুলেন্স অফিসারের নাম হাসান আল-কাহলৌত। তিনি জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।

এর আগে, উত্তর গাজায় একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় দুই নারী ও দুই শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উত্তর গাজায় বাস্তুচ্যুত বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের আশ্রয়দানকারী স্কুলটিতে ইসরায়েল এ বিমান হামলা চালায় বলে জানান ফিলিস্তিনি চিকিৎসকরা।

জাবালিয়ার হালাওয়া স্কুলটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে আরো ৩০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরায়েলি ড্রোন স্কুলের একটি রুমে আঘাত হানার ফলে ব্যাপক হতাহত হয়।

তবে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, হামাস সদস্যরা স্কুল থেকে তাদের প্রতিরোধ পরিচালনা করে আসছিল। তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply