Site icon Jamuna Television

দুপুরের খাবারসহ ফ্রি টিকিটে বিশ্বকাপের ম্যাচ দেখেছেন টিউলিপ: টেলিগ্রাফের প্রতিবেদন

হুট করেই গণমাধ্যমের শিরোনামে শেখ রেহানার কন্যা ও যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। না এবার শুধু রাজনৈতিক নয়, তার নাম জড়িয়েছে ক্রিকেটেও!

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ইংল্যান্ডের মাটিতে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তার ভাই-বোনেরা ১৯ বিশ্বকাপের দু’টি ক্রিকেট ম্যাচ দেখেছেন। তবে সেটি ফ্রি টিকিটে!

অভিযোগ ওঠা ম্যাচ দু’টি ছিল ওভাল এবং লর্ডসে। একটি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ও আরেকটি ছিল বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, ম্যাচ দুটিতেই টিউলিপের সাথে ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বাফুফের সাবেক সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

দ্য টেলিগ্রাফের তথ্যমতে, দুপুরের খাবারসহ ওই দুই ম্যাচের প্রতিটি টিকিটের মূল্য ছিল ৩৫৮ দশমিক ৮০ পাউন্ড। যার বাংলাদেশি মূল্য প্রায় ৫৪ হাজার টাকা।

সৌজন্য টিকিট বা উপহার পাওয়া নিয়ে বাংলাদেশের আইনে বিশেষ কোনো নীতি না থাকলেও ইংল্যান্ডের আইন অনুযায়ী, টিউলিপ সিদ্দিকের নৈতিক এবং সামাজিক স্খলন ঘটেছে।

/এনকে

Exit mobile version