Site icon Jamuna Television

মাহবুবুল হক শাকিলের ২য় মৃত্যুবার্ষিকীতে পুষ্পাঞ্জলি অর্পণ

ময়মনসিংহ ব্যুরো

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিলের ২য় মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহে তার কবরে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। আজ সকাল সাড়ে দশটায় তার কবরে ‘মাহবুবুল হক শাকিল সংসদ’-এর পক্ষ থেকে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

পুষ্পার্ঘ অর্পণকালে মাহবুবুল হক শাকিলের পিতা এ্যাডভোকেট মো: জহিরুল হক খোকা উপস্থিত ছিলেন। সংসদের সদস্য সচিব কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে পুষ্পাঞ্জলি প্রদান করেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম ও পরিচালক সিরাজুল কবির কমল। আরো উপস্থিত ছিলেন পাঞ্জেরী পাবলিকেশন্সের প্রধান নির্বাহী কামরুল হাসান শায়ক, এবং সংসদের সদস্য ওয়াহিদ শাকিল আলমি রিমাস, অভিজিৎ পাল, নুরুল আলম পাঠান মিলন, রতন দত্ত, অপু ভট্টাচার্য, প্রয়াত শাকিলের সহোদর নাইমুল হক বাবু সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

Exit mobile version