মুন্সিগঞ্জে থানা থেকে ছিনিয়ে নেয়া যুবদল নেতাকে কারাগারে পাঠালো আদালত

|

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জের শ্রীনগরের আটকের পর থানা থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আলোচিত উপজেলা যুবদলের বহিস্কৃত নেতা তরিকুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার রাতে গ্রেফতারের পর রোববার (১২ জানুয়ারি) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। 

আদালতে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক দুরদানা রহমান তরিকুলসহ বাকিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মারামারির ঘটনার মামলার বাদী পক্ষের আইনজীবী এ.কে.এম নাসিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদীর উপস্থিতেই শুনানি করা হয়। এ সময় জামিন না মঞ্জুর করে তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

প্রসঙ্গত, শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগরে মারামারির মামলার এজহারভুক্ত আসামি শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে আটক করে পুলিশ। রাত ১০টার দিকে থানায় প্রবেশ ও হট্টগোল করে তাকে ছিনিয়ে নেয় দলটির নেতাকর্মীরা। এ ঘটনা ঘিরে তৈরি হয় আলোচনা-সমালোচনা ঝড়। শনিবার এ ঘটনার বিচারের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ব্লকেড করে ৩ ঘণ্টার আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে বিকেলে শ্রীনগর থানার এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।শনিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তরিকুলকে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply