Site icon Jamuna Television

ত্রিপুরায় ৪ বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় গ্রেফতার

আখাউড়া করেসপনডেন্ট:

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় চার বাংলাদেশি নাগরিকসহ এক ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের খোওয়াই জেলার তেলিয়ামুড়া থানা পুলিশ ওই চার বাংলাদেশিদের গ্রেফতার করেছে।

শনিবার (১১ জানুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে রাজ্যের খোওয়াই জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

ত্রিপুরা রাজ্যের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ্যের তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনের কাছ থেকে চার বাংলাদেশিু নাগরিককে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত বাংলাদেশিরা হলেন, মঈন উদ্দিন (৩৯), রাহান মিঞা (১৯), রিমন আহমেদ (২২) ও সুমন মিঞা (২২)।

এসময় বাংলাদেশিদের ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে ত্রিপুরার ধর্মনগরের বাসিন্দা আদম পাচারকারীর দালাল আমির উদ্দিন (৪৮) নামে একজন কে গ্রেফতার করা হয়েছে।

তেলিয়ামুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক কমলেন্দু ধর রাজ্যের গণমাধ্যমকে জানান, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতরা বাংলাদেশের মৌলভীবাজারের বাসিন্দা বলে জানিয়েছেন। কাজের সন্ধানে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। বৈধ কাগজপত্র ছাড়াই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় ওই চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, খোওয়াই জেলার ধর্মনগরের আমির উদ্দিন নামের এক ভারতীয় নাগরিক বাংলাদেশিদের সঙ্গে ছিলেন। অনুপ্রবেশকারীদের সহায়তার অভিযোগে তাকেও গ্রেফতার করা হয়েছে।

/এমএইচ

Exit mobile version