Site icon Jamuna Television

১ মার্চে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে: আমিরাত জ্যোতির্বিজ্ঞানী

২০২৫ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ও অ্যাস্ট্রোনমি সোসাইটি চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

তিনি বলেন, আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ আর মাত্র সাত সপ্তাহের অপেক্ষার পরই শুরু হবে ইবাদতের মাস রমজান। খবর মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খবর গালফ নিউজের।

অর্থাৎ এবারের রমজান মাসটি যদি ২৯ দিনের হয়, তাহলে আগামী ৩০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর পালিত হবে। অপরদিকে ৩০ দিনের হলে ৩১ মার্চ হবে ঈদ।

উল্লেখ্য, রমজান মাস শুরুর বিষয়ে প্রত্যেক বছর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে থাকে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। আর জ্যোতির্বিজ্ঞানের গণনায় কেবল ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর সম্ভাব্য তারিখের পূর্বাভাস দেয়া হয়।

/এসআইএন

Exit mobile version