Site icon Jamuna Television

পিলখানা হত্যাকাণ্ডে দায়ীদের শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন

সিনিয়র করেসপনডেন্ট, রংপুর ব্যুরো:

পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ।

আজ রোববার (১২ জানুয়ারি) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন চাকুরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবার ও স্বজনরা।

এসময় বক্তারা বলেন– চক্রান্ত করে নিরপরাধ অনেক বিডিআর (পূর্বে বিডিআর, বর্তমানে বিজিবি) সদস্যকে মিথ্যা মামলায় গ্রেফতার করে বিচারের নামে অন্যায়ভাবে শাস্তি দেয়া হয়েছে।

যেসব বিডিআর সদস্যের সাজার মেয়াদ শেষ হয়েছে এবং যারা খালাস পেয়েছেন, তাদের মুক্তিসহ রেশন, বেতন ভাতা ও পদোন্নতিসহ পুনরায় চাকরিতে পুনর্বহালের দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচ্যুত বিডিআর সদস্য সুবেদার আব্দুল বাতেন, নায়েক সাইফুল ইসলাম, মাহামুদ হাসান, সিপাহী আব্দুর রউফ প্রমুখ।

/এএম

Exit mobile version