Site icon Jamuna Television

লিটন-তানজিদের ব্যাটে অবশেষে ঢাকার জয়

বিপিএলে টানা ছয় ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখলো ঢাকা ক্যাপিটালস। লিটন দাস ও তানজিদ তামিমের জোড়া সেঞ্চুরিতে দুর্বার রাজশাহীকে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। অবশেষে নিজেদের সপ্তম ম্যাচে জয়ের দেখা পেল ঢাকা।

রোববার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়ে জোড়া সেঞ্চুরি তুলে নেন লিটন দাস ও তানজিদ তামিম। তাদের রেকর্ড গড়া ২৪১ রানের উদ্বোধনী জুটির কল্যাণে ২৫৪ রানের পাহাড় গড়ে ঢাকা।

বিপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে, ২০১৯ সালে চট্টগ্রামের বিপক্ষে ৪ উইকেটে ২৩৯ রান করেছিল রংপুর রাইডার্স। সেই ম্যাচে অ্যালেক্স হেলস ও রিলি রুশো জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

আজ রেকর্ড গড়া ম্যাচে দুর্বার রাজশাহীকে ১৫.২ ওভারে ১০৫ রানে গুঁড়িয়ে দিয়ে ১৪৯ রানের দাপুটে জয় পেয়েছে ঢাকা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ধীরস্থির শুরুর পর স্টিম রোলার চালান ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম। ইনিংসের প্রথম ৫ ওভারে স্কোরবোর্ডে ৪২ রান জমা করেন দুই ওপেনার। ১০ ওভার শেষে ঢাকার স্কোর বোর্ডে জমা হয় ১১৫ রান। ১৫ ওভার শেষে সেটা দাঁড়ায় ১৭৮-এ। আর ২০ ওভারে সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ২৫৪ রান।

৮ চার ও ৭ ছক্কায় মাত্র ৪৪ বলে টি-২০ ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন লিটন। যা দেশিদের মধ্যে দ্রুততম হলেও সব মিলিয়ে বিপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। শতকের দেখা পেয়েছেন সতীর্থ তানজিদ তামিমও। তানজিদ আউট হওয়ার আগে দুজনে মিলে গড়েন রেকর্ড ২৪১ রানের জুটি।

২৫৪ রানের জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১০৫ রানে অলআউট হয় দুর্বার রাজশাহী। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে জিম্বাবুয়ান ক্রিকেটার রায়ান বার্ল উইকেটের এক পাশ আগলে রাখেন। তিনি ৩২ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন।

ঢাকার পক্ষে দুটি করে উইকেট শিকার করেন আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও ফারমানুল্লাহ। ১৪৯ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ক্যাপিটালস।

/এএম

Exit mobile version