Site icon Jamuna Television

৮১ রানের রেকর্ড জুটিতে ম্যাক্সওয়েলের ৭৯, মিরের ০!

বিগ ব্যাশে আজ উসামা মিরের সঙ্গে ৮ম উইকেট জুটিতে ৮১ রানের জুটি গড়েন অস্ট্রেলিয়ার ব্যাটার গ্লেন ম‍্যাক্সওয়েল। এরপর উসামা যখন প্যাভিলিয়নে ফেরেন, তার নামের পাশে লেখা– শূন্য! পাকিস্তানি এই বোলারের ব্যাট থেকে আসেনি একটি রানও!

রেনেগেডসের বিপক্ষে করা এই জুটিতে ৭৯ রানই করেন ম্যাক্সওয়েল। বাকি দুই রান অতিরিক্ত থেকে। অষ্টম উইকেটে এই জুটির কল্যাণে রেনেগেডসকে ৪২ রানে হারিয়েছে ম্যাক্সওয়েল-মিরের দল মেলবোর্ন স্টার্স।

ম্যাচটিতে উসামা মিরকে সঙ্গে নিয়ে জুটির রেকর্ড গড়েন ম্যাক্সওয়েল। ৪৬ বলে ৮১টি মূল্যবান রান আসে দুজনের যুগলবন্দিতে। বিগ ব‍্যাশে যা অষ্টম উইকেটে রেকর্ড। আগের সেরা জুটি ছিল ২০২১ সালে সিডনি থান্ডারের বিপক্ষে ব্রিজবেন হিটের জ‍্যাভিয়ার বার্টলেট ও মার্ক স্টেকেটির ৭৯।

রোববার (১২ জানুয়ারি) মেলবোর্ন ডার্বিতে রেনেগেডসকে হারানোর পথে সবচেয়ে বড় অবদান মারকুটে ম্যাক্সওয়েলের। দলের বিপর্যয়ে তিনি খেলেন ৫২ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস। এই ইনিংস খেলতে তিনি হাঁকিয়েছেন ১০ ছক্কা ও ৪ বাউন্ডারি। অজি ব্যাটারের এমন খুনে ইনিংসের সুবাদেই স্টার্স করে ১৬৫ রান। পরে প্রতিপক্ষকে গুটিয়ে দেয় ১২৩ রানে।

ম্যাক্সওয়েলের এই ১০ ছক্কা (যার একটা ছিল ১২২ মিটার!) স্টার্সের হয়ে কোনো ব্যাটসম্যানের এক ইনিংসে সর্বোচ্চ। তিনি ভেঙে ফেলেন ইংল্যান্ডের লুক রাইটের ৯ ছক্কার রেকর্ড।

৭৫ রানে ৭ উইকেট হারিয়ে খাদের কিনারে পড়ে স্টার্স। সেখান থেকে দলকে টেনে তোলেন ম্যাক্সওয়েল। প্রতিপক্ষের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে ৩৭ বলে ফিফটির দেখা পান। উসামা মিরের সঙ্গে ৮ম উইকেটে গড়ে তোলেন ৮১ রান।

শেষ ওভারে রিচার্ডসনের বলে সমাপ্তি হয় ম্যাক্সওয়েলের দুরন্ত এই ইনিংসের। তিনি ছাড়া স্টার্সের ইনিংসে ২১ রানের বেশি করতে পারেননি আর কেউ।

রান তাড়ায় মোটেই জুত করতে পারেনি রেনেগেডস। তাদের ইনিংসে নেই কোনো ফিফটি। সর্বোচ্চ ২৬ রান আসে টিম সাইফার্টের ব্যাট থেকে।

ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৭ রানে ৫ উইকেটের দেখা পান অজি পেসার মার্ক স্টেকেটি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এই প্রথম পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি। স্টার্সের হয়ে জোয়েল প্যারিসের শিকার ৩টি উইকেট।

/এএম

 

Exit mobile version