স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:
পটুয়াখালীর কুয়াকাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি কেএম বাচ্চু ও তার পিতা ইউনুছ খলিফার ওপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে কুয়াকাটা পৌর শ্রমিকদলের সহসভাপতি জসিম মৃধার বিরুদ্ধে।
রোববার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক বাচ্চুকে উদ্ধার কুয়াকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলজে (শেবাচিম) পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার করাসহ নানা অভিযোগ নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশের জেরে জসিম মৃধার নেতৃত্বে কয়েকজন শ্রমিকদলের নেতাকর্মীরা সাংবাদিক বাচ্চুর ওপর হামলা চালায়। এসময় বাচ্চুর বাবা এগিয়ে এলে তাকেও মারধর করে জখম করা হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাচ্চুকে বরিশাল শেবাচিমে পাঠানোর ব্যবস্থা করা হয়।
যদিও শ্রমিক দলের সহসভাপতি জসিম মৃধা এই হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
প্রসঙ্গত, জসিম মৃধার বিরুদ্ধে কুয়াকাটার আবাসিক হোটেলে হামলা, সরকারি জমি দখলসহ একাধিক অভিযোগ রয়েছে।
/এএম

