Site icon Jamuna Television

চাঁদাবাজির মামলায় জামিন পেলেন ডা. জাফরুল্লাহ

চাঁদাবাজির মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাইফুল ইসলাম শিশির, দেলোয়ার হোসেন ও আব্দুস সালামকে জামিন দিয়েছেন, জেলা ও দায়রা জজ আদালত।

সকালে গাছকাটা, জমি দখল ও চাঁদাবাজির ৩ মামলায় জাফরুল্লাহ চৌধুরীসহ চার আসামি আদালতে আত্মসমর্পণ করেন। এসময় তারা জামিন আবেদনও করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে হাইকোর্ট থেকে এই চার আসামি ছ’মাসের আগাম জামিন নিয়েছিলেন। আজ সেই জামিনের সময়সীমা শেষ হলে তারা জজ আদালতে আত্মসমর্পণ করেন।

Exit mobile version