Site icon Jamuna Television

চেক প্রজাতন্ত্রে রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে নিহত ৬

চেক প্রজাতন্ত্রের মোস্ট শহরের একটি রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৬ জন। এছাড়া এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রোপেন-বিউটেন সিলিন্ডার বিস্ফোরণে রেস্তোরাঁর ভবনটিতে আগুন ধরে যায়। চেক ফায়ার রেসকিউ সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, বিস্ফোরণে আটজন আহত হয়েছেন এবং রেস্তোরাঁ এবং আশেপাশের ভবন থেকে ৩০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য বলছে, একটি হিটার উল্টে আগুন লেগেছে, যা আগুনের সূত্রপাত করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসান চেক রেডিওকে জানিয়েছেন, সম্ভবত প্রোপেন-বিউটেন হিটার উল্টে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে।

/এআই

Exit mobile version