Site icon Jamuna Television

চ্যাম্পিয়নস ট্রফির দল দিলো দক্ষিণ আফ্রিকা, ফিরলেন এনগিডি ও নরকিয়া

ফাইল ছবি

পেসার এনরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিডিকে ফিরিয়ে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সোমবার (১৩ জানুয়ারি) ক্রিকেট সাউথ আফ্রিকা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন এই দুই তারকা।

এই দুই পেসারের পাশাপাশি ওয়ানডে দলে ফেরানো হয়েছে উইয়ান মুল্ডার ও কেশভ মহারাজকে। তারাও গতমাসে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে সিরিজে ছিলেন না।

টেম্বা বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার দলের ব্যাটিং লাইন বেশ শক্তিশালীই। হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডুসেন, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, টনি ডি জর্জিরা আছেন স্কোয়াডে। অলরাউন্ডার মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডারের সাথে আছেন কেশভ মহারাজ। বোলিং ইউনিটে আছেন এনগিডি, কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া ও তাব্রেজ শামসি।

প্রোটিয়ারা আসরের প্রথম ম্যাচে ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের মুখোমুখি হবে। তাদের সাথে একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:

টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাব্রেজ শামসি, ট্রিস্টান স্টাবস ও রাসি ভ্যান ডার ডুসেন।

/এনকে

Exit mobile version